close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ত্রিদেশীয় টি-টুয়েন্টির ১ম ম্যাচে ৩৯ রানের জয় পাকিস্তানের।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
পাকিস্তান, আফগানিস্তান এবং (স্বাগতিক) সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে আয়োজিত ট্রাই-নেশন টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ।..

সং. আ. আমিরাতের শারজায় গতকাল (২৯ আগস্ট-বাংলাদেশ সময়) রাত ৯:০০ টায় মাঠে নামে টুর্নামেন্টের দুই বড় শক্তি পাকিস্তান এবং আফগানিস্তান। টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। 

পাক বাহিনী নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক সালমান আলী আগা সর্বোচ্চ (অপরাজিত) ৫৩ রান করেন ৩৬ বল খেলে। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। এছাড়া দলের অন্য কেউ ত্রিশোর্ধ ইনিংস খেলতে পারেননি। আফগানদের হয়ে ফরীদ আহমাদ ২টি উইকেট পান ৪৭ রান খরচে। 

জবাবে আফগানিস্তান ১৯.৫ ওভারে ১৪৩ রান করে সবকটি উইকেট হারায়। রশিদ খাঁন দলীয় সর্বোচ্চ ৩৯ রান করেন মাত্র ১৬ বলের ক্যামিওতে ১টি চার এবং ৫টি ছয়ের মাধ্যমে। এছাড়া রহমানুল্লাহ্ গুরবাজ ৩৮ (২৭) রান করেন ৩টি চার ও ১টি ছয় সহ। পাকিস্তানের হারিস রউফ ৪টি উইকেট লাভ করেন ৩১ রান দিয়ে। এছাড়া শাহীন আফ্রিদি এবং মোঃ নাওয়াজ ২টি করে উইকেট নেন যথাক্রমে ২১ ও ২৩ রানের বিনিময়ে। 

৩৯ রানে জয় পাওয়া এ ম্যাচে ম্যাচসেরা নির্বাচিত হন পাক দলনায়ক সালমান আগা।

 

[তথ্যঃ ক্রিকবাজ।]

Nema komentara