ত্রি দেশীয় সিরিজে ফিন অ্যালেনের ছিটকে যাওয়ায় স্কোয়াডে ফিরলেন ডেভন কনওয়ে..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আগামীকাল হারারেতে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের তৃতীয় দল নিউজিল্যান্ড, যারা ১৬ জুলাই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে..

এই সিরিজকে সামনে রেখে কিউইরা ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল গত ২৭ জুন। ঘোষিত দলে ছিলেন ফিন অ্যালেনও। কিন্তু মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সান ফ্রান্সিস্কো ইউনিকর্নসের হয়ে খেলার সময় পায়ে চোট পান এই ব্যাটার। ফলে ছিটকে পড়েছেন ত্রিদেশীয় সিরিজ থেকে।

এমএলসিতে ৯ ম্যাচে ৩৩৩ রান করা অ্যালেনের জায়গায় দলে ঢুকেছেন ডেভন কনওয়ে, যিনি প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন। শেষবার গত বছরের জুনে জাতীয় দলের হয়ে খেলেছিলেন কনওয়ে। এরপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেললেও কিউই দলে ছিলেন না। এমএলসিতেই টেক্সাস সুপার কিংসের হয়ে ৪ ম্যাচে ১২৭.২৫ স্ট্রাইকরেটে ১৩৫ রান করেছেন তিনি।

এছাড়া দলে জায়গা পেয়েছেন মিচেল হে, টিম রবিনসন ও অভিজ্ঞ অলরাউন্ডার জিমি নিশাম। এই চারজনকে দলে নেওয়া হয়েছে মূলত মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর অনুপস্থিতিতে। এই চারজনই ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে এমএলসির ফাইনালপর্যন্ত খেলে থাকবেন।

নিউজিল্যান্ড দলের কোচ রব ওয়াল্টার বলেছেন, “ফিনের জন্য আমরা সত্যিই হতাশ। এমএলসিতে তার ফর্ম দেখে আমরা আশাবাদী ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইনজুরি বাধা হয়ে দাঁড়াল। ভাগ্য ভালো যে, তার জায়গায় ডেভনের মতো অভিজ্ঞ ও মানসম্পন্ন খেলোয়াড়কে দলে নিতে পেরেছি।”

ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুবার করে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৬ জুলাই ফাইনালে মুখোমুখি হবে।

Inga kommentarer hittades