close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ট্রফি উন্মোচন, লঙ্কা - বাংলা সিরিজ শুরু আগামীকাল

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
লাল বলের টেস্ট সিরিজের পর এইবার বাংলাদেশের লক্ষ্য ওয়ানডে সিরিজ। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মিরাজের বাংলাদেশ..

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (২ জুলাই)। সিরিজের প্রতিটি ম্যাচ ই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। দিবা রাত্রির এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়। ম্যাচ টি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও সনি স্পোর্টস নেটওয়ার্কে। 

আগামীকাল প্রথম ওয়ানডে ম্যাচ দিয়েই নিজের ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব শুরু করবন মেহেদী হাসান মিরাজ। সিরিজ শুরুর আগে নাজমুল শান্ত কে সড়িয়ে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তাকে। 

শ্রীলঙ্কার বিপক্ষে পরিসংখ্যানের দিকে সুখস্মৃতি নেই বাংলাদেশের। দু’দলের সামগ্রিক মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা ৫৭ ম্যাচে জিতেছে ৪৩টিতে, বাংলাদেশ জিতেছে ১২টিতে, আর দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। আগের দশ সিরিজের মধ্যে শ্রীলঙ্কার জয় ছয় টিতে ও বাংলাদেশের জয় দুইটি। বাকি দুটি সিরিজ হয়েছে ড্র। 

তবে সবশেষ দুই দ্বিপক্ষীয় সিরিজে জিতেছে বাংলাদেশ। গত ৯ ম্যাচে ৫টিতে জয় এসেছে টাইগারদের ঝুলিতে। বিশ্বকাপের সেই ম্যাচ টিও এখনো আলোচনার কেন্দ্রে থাকে প্রতিনিয়ত। 

২০১৭ সালের পর শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজ ৩-০ তে হেরে যায় বাংলাদেশ। পরবর্তীতে শ্রীলঙ্কা সফর করলেও ওয়ানডে সিরিজ খেলা হয়নি লাল সবুজ প্রতিনিধিদের।

No comments found


News Card Generator