close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ট্রাম্পের সমালোচনার পর পুতিনের পাল্টাঘাত: ইউক্রেনে রেকর্ড ৭২৮ ড্রোন হামলা!..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Moments after Trump criticized Putin and promised weapons for Ukraine, Russia launched a record 728 drones overnight. Zelensky calls for tough sanctions on Russian oil and trade.

ট্রাম্পের মুখে পুতিনের সমালোচনার পরই রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা! এক রাতেই ইউক্রেনে পাঠানো হলো রেকর্ড ৭২৮টি ড্রোন। জেলেনস্কি বললেন, রাশিয়ার আয়ের উৎসে চাই কঠোর নিষেধাজ্ঞা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রকাশ্যে সমালোচনা এবং ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দেয়ার পর এবার পাল্টা প্রতিক্রিয়া জানালো মস্কো। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া ইউক্রেনের উপর নজিরবিহীন এক ড্রোন হামলা চালিয়েছে।
বুধবার (৯ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, রাশিয়া রাতারাতি ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মোট ৭২৮টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে—যা এখন পর্যন্ত সর্বোচ্চ ড্রোন হামলার রেকর্ড।

তবে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার এই বিশাল আক্রমণ প্রতিহত করা হয়েছে অনেকটাই। টেলিগ্রামে এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, ইলেকট্রনিক জ্যামিং এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ে তারা প্রায় সব ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এই হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “সম্প্রতি ইউক্রেনের উপর বারবার বিমান হামলা বাড়ছে। এই পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে, যুদ্ধের জন্য রাশিয়া যে অর্থ পাচ্ছে, তার উৎসগুলো—বিশেষ করে তেল রফতানি—বন্ধ করতে হবে। কঠোর নিষেধাজ্ঞাই একমাত্র পথ।”

জেলেনস্কি আরও বলেন, “যতক্ষণ না রাশিয়ার তেল কেনা বন্ধ হচ্ছে, ততক্ষণ যুদ্ধ থামবে না। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই এক হয়ে কঠিন পদক্ষেপ নিতে হবে।”

এদিকে স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) এক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মার্কিন সিনেটে একটি কঠোর নিষেধাজ্ঞা বিল সমর্থন করার কথা ভাবছেন। ওই বিলে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য রফতানি পণ্যের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।

ট্রাম্প বলেন, “পুতিন আমাদের সম্পর্কে সবসময় বাজে কথা বলেন। আগে ভালো ভালো কথা বলতেন, এখন সেটা নেই, তবে এতে কিছু যায় আসে না।”
এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি এখনই জানাতে চাই না আমরা কী করব। আমরা তাকে একটু চমকে দিতে চাই।”

এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার একটি প্যাকেজ প্রস্তুত করছে। রয়টার্স জানায়, ইউরোপের নেতারা মস্কোর অর্থনীতিকে চাপে রাখার নতুন কৌশল নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এই পুরো পরিস্থিতি বিশ্বরাজনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের কৌশলগত বার্তা এবং রাশিয়ার প্রতিক্রিয়া ভবিষ্যতের যুদ্ধ কৌশল ও কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

Ingen kommentarer fundet