আজ (শনিবার, ১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআর-এ থাকা কর্মকর্তা।
অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, ‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় যাদের নামে ৮ তারিখ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাদের মধ্যে সাবেক ও কর্মরত মোট ২৫ জন সামরিক কর্মকর্তা আছেন। এর মধ্যে অবসরে ৯ জন, এলপিআরে ১ ও ১৫ জন চাকরিরত। কিন্তু এখনো এমন কোনো ওয়ারেন্ট হাতে পায় নি সেনাবাহিনী। তবু নিজ উদ্যোগে ৯ তারিখের মধ্যে সেনাবাহিনী হেফাজতে আসার জন্য কর্মরত ১৬ জনকে আসার জন্য বলা হয়েছে।
আরও পড়ুন: ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন হেফাজতে: সেনাবাহিনী