তিস্তা নদী কেন্দ্রিক ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা।
রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে তিস্তা নদীর ন্যায্য পানির হিস্যা বাংলাদেশের প্রাপ্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা ব্যারেজ প্রকল্প কেবল একটি উন্নয়ন পরিকল্পনা নয়, এটি উত্তরবঙ্গের কোটি মানুষের জীবনের সঙ্গে জড়িত এক দীর্ঘ দিনের স্বপ্ন। প্রতিবছর ভারতের একতরফা পানি প্রবাহ নিয়ন্ত্রণের কারণে উত্তরবঙ্গে কখনও বন্যা, কখনও খরার মতো পরিস্থিতি তৈরি হয়, যা কৃষি ও জীবিকাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. রাজিব হোসেন বলেন, “তিস্তার পানির ওপর ভারতের যেমন অধিকার আছে, বাংলাদেশেরও রয়েছে সমান অধিকার। উত্তরবঙ্গের আর্থসামাজিক উন্নয়নের জন্য তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের দাবি।”
আরেক শিক্ষার্থী আখতারুজ্জামান তালুকদার বলেন, “তিস্তার ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হচ্ছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং তিস্তা মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
শিক্ষার্থীরা এসময় তিস্তা ইস্যুতে জাতীয় ঐক্যের আহ্বান জানান এবং বাংলাদেশের পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			