টিসিবির পণ্য তেল-ডাল-চিনির দাম বাড়ায় সাধারণ মানুষের ক্ষোভ..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
ঈদুল আজহার পূর্বে টিসিবির পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ক্ষোভ

ঈদুল আজহার আগে সয়াবিন তেল, ডাল ও চিনির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এক মাসের ব্যবধানে প্রতি লিটার ভোজ্যতেলে ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা ও চিনিতে ১৫ টাকা বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। আগে যেখানে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে ১০০ টাকা লিটারে ভোজ্যতেল বিক্রি করা হতো সেটা এখন ১৩৫ টাকা, ডালের দাম ৬০ থেকে বাড়িয়ে ৮০ টাকা ও চিনির দাম ৭০ থেকে বাড়িয়ে ৮৫ টাকা করা হয়েছে।


টিসিবি জানায়, ঈদুল আজহা উপলক্ষে এ কার্যক্রমের পাশাপাশি যেকোনো ভোক্তার কাছে সারাদেশ প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রি হবে। ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ছয়টি বিভাগীয় শহরে ১০ টি করে অবশিষ্ট ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাক থাকবে। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম ২২ মে থেকে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিনসহ) চলমান থাকবে। ভোক্তাপ্রতি সর্বোচ্চ ২ লিটার তেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল বিক্রি হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator