টি-টোয়েন্টি ইতিহাসে নজিরবিহীন রান তাড়ার রেকর্ড গড়লো বুলগেরিয়া..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছে ইউরোপের দেশ বুলগেরিয়া। জিব্রাল্টারের দেওয়া ২৪৪ রানের বিশাল লক্ষ্য মাত্র ১৪.২ ওভারে ছুঁয়ে ফেলেছে তারা..

২০০ বা তার বেশি রান তাড়ার ক্ষেত্রে এটিই ইতিহাসের সবচেয়ে দ্রুততম ইনিংস। ‘উইজডেন’ এই ম্যাচটিকে রেকর্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এর আগে এই তালিকার শীর্ষে ছিল সার্বিয়া, যারা স্লোভেনিয়ার দেওয়া লক্ষ্য তাড়ায় সময় নিয়েছিল ১৪.১ ওভার। আর টি-টোয়েন্টিতে ১৫০ বা তার বেশি রান তাড়ার সবচেয়ে দ্রুততম ইনিংসটি ছিল ২০২৪ আইপিএলে, যেখানে সানরাইজার্স হায়দরাবাদ ৯.৪ ওভারে ১৬৫ রান তাড়া করে জয় তুলে নেয়।

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ত্রিদেশীয় সিরিজে এই রেকর্ড গড়া ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে জিব্রাল্টার নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ২৪৩ রান। দলের হয়ে ফিলিপ রাইকিস করেন ৩৩ বলে ৭৩, আর অধিনায়ক ইয়েন ল্যাটিন করেন ২৮ বলে ৫১ রান। বুলগেরিয়ার জ্যাকব গুল বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে ৪ উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে বুলগেরিয়া। ওপেনার ইসা জারু ও রিস্টো ল্যাকভ মাত্র ৪.২ ওভারে ৬২ রান এনে দেন। ল্যাকভ আউট হয়ে গেলেও জারু ও মিলান গোগেভ ইনিংস ধরে রাখেন। জারু করেন ২৪ বলে ৬৯ রান। গোগেভের ব্যাট থেকে আসে ২৭ বলে ৬৯। এরপর মান্নান বশির ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২১ বলে ৭০ রান করে দলকে জয় এনে দেন।

Walang nakitang komento