close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঠাকুরগাঁওয়ে সাত লাখ টাকার কারেন্ট জাল  জব্দের পর পুড়িয়ে দিয়েছে প্রশাসন..

abul hasan avatar   
abul hasan
ঠাকুরগাঁওয়ের এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। পরবর্তিতে নিরাপদ জায়গায় এনে তা পুড়িয়ে দিয়েছে প্রশাসন। ..

 

 

আজ রোববার (২২ জুন) বিকেলে জেলা সদরের স্টেশন রোড বাজারে অবস্থিত লামিয়া ট্রেডার্স নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক লোকমান হোসেনের গুদামে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। লোকমান হোসেন পৌর শহরের ১২ নং ওয়ার্ডের হরিহরপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে মৎস্য বিভাগসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা লোকমান হোসেনের গুদামে অভিযান চালায়।  এসময় তার গুদামে দেড় শতাধিক নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। 

পরবর্তিতে ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ কারেন্ট জাল সংগ্রহ করার অপরাধে লামিয়া ট্রেডার্সের মালিক লোকমান হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে পরবর্তিতে এ ধরনের অবৈধ কারেন্ট জাল সংগ্রহ না করতে সাবধান করা হয় প্রশাসনের পক্ষ থেকে। 

পরে সেখান থেকে জব্দকৃত জালগুলো শহরের টাঙ্গন নদীর পাশে নিরাপদ স্থানে পুড়িয়ে ধংস করা হয়। 

এ বিষয়ে ভ্রাম্যমান  আদালতের ম্যাজিস্ট্র মোঃ খাইরুল ইসলাম জানান, ওই ব্যবসায়ী সুযোগ বুঝে এসব অবৈধ জাল ক্রয়ের পর বিভিন্ন জায়গায় বেশি দামে বিক্রি করলেও হাতে নাতে ধরা সম্ভব হয়নি। তবে এবার নিশ্চিত হয়ে অভিযান  পরিচালনা করা হয়েছে।  সেই সাথে কার্যত পদক্ষেপ  নেয়া হয়। আগামীতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Nenhum comentário encontrado