close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঠাকুরগাঁওয়ে গরু চুরির ঘটনায় সুজন ইসলাম গ্রেপ্তার

শামীম রেজা avatar   
শামীম রেজা
রিপোর্টার :শামীম রেজা

 

গত ১৫ জুলাই ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঘনিমহেষপুর (খাল পাড়া) গ্রামের মতিউর রহমানের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি হয়ে যায়। চুরি যাওয়া পাঁচটি গরুর আনুমানিক মূল্য তিন লক্ষ দুই হাজার টাকা। পর দিন তাদের চুরি হয়ে যাওয়া গরু গুলো উদ্ধারের জন্য রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে চুরি হয়ে যাওয়া গরু গুলো উদ্ধারে মাঠে নামে রুহিয়া থানা পুলিশ। অবশেষে রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের এর নির্দেশনায় এবং উপ পরিদর্শক সুলতান মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম শনিবার (০২ আগস্ট) সারাদিন অভিযান চালিয়ে পঞ্চগড় জেলার আটোয়ারী,বোদা এবং ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার বিভিন্ন এলাকা থেকে তিনটি গরু এবং একটি বাছুর উদ্ধার সহ মোঃ সুজন ইসলাম (২২) নামে এক জনকে গ্রেপ্তার করে

গ্রেপ্তার কৃত সুজন ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানা ধীন টেপাগাঁও (ভেড়ভেরী মাদ্রাসা সংলগ্ন) গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের বলেন,গরু চুরির বিষয়ে অভিযোগ পেয়ে থানার একটি চৌকস টিম নিয়ে অভিযান চালিয়ে একটি বাছুর ও তিনটি চোরাই গরু উদ্ধার সহ এক জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তারপর গরু চুরির অপরাধে আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। আসামি সুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর বাকি আরেক টি চোরাই গরু উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া গরু গুলো আইনানুক প্রক্রিয়া শেষে মালিকের নিকট হস্তান্তর করা হবে।

Aucun commentaire trouvé