close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত—১ , আহত —৪..

আব্দুল্লাহ আল নোমান avatar   
আব্দুল্লাহ আল নোমান
****

ঠাকুরগাঁও,‌ সংবাদদাতা।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিমউদ্দিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও ৪ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে রাণীশংকৈল নেকমরদ সড়কের করনাইট নয়াবস্তি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন উপজেলার কাশিপুর ইউনিয়নের ভানোর কাশিপুর এলাকার সোলেমানের ছেলে। আহতরা হলেন — সঞ্জয় (২৫) ,মুক্তারুল ইসলাম (৩৫), সুলতানা (২৮) ও শিশু সানিয়াত (২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন, মুক্তারুল ও সুলতানা শিশু বাচ্চা সানিয়াত সহ মোটরসাইকেল যোগে বালিয়াডাঙ্গী উপজেলার উদ্দেশ্য যাচ্ছিলেন। অপর দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী সঞ্জয় রায় এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জসিম উদ্দিনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দায়িত্বরত চিকিৎসক সঞ্জয় রায় গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে রেফার করেন। মুক্তারুল ইসলাম, সুলতানা ও শিশু বাচ্চা সানিয়াত প্রাথমিক চিকিৎসা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

Nessun commento trovato