ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের ৩ সদস্য আটক, যন্ত্রাংশ উদ্ধার..

abul hasan avatar   
abul hasan
ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ইজিবাইক চুরির চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।  উদ্ধার করা হয়েছে ইজিবাইকের খুলে রাখা যন্ত্রাংশ। ..

দিনাজপুর দশ মাইল এলাকা থেকে ৩ জনকে আটক করে সদর থানা পুলিশ।

আটকৃতরা হলেন, ঠাকুরগাঁও শহরের শাহপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মোহামিনুল ইসলাম মিলু, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার আইজার রহমান ও তার বিহাই একই জেলার খানসামা উপজেলার সিরাজুল ওরফে চালাকু। 

সদর থানা পুলিশ জানায়, কয়েক মাস ধরে শহরের বিভিন্ন স্থানে চক্রটি বিভিন্ন কৌশলে ইজিবাইক চুরি করে আসছিল। গেল মাসে ২২ টি ইজিবাইক চুরির ঘটনা ঘটে। 

ভুক্তভোগীরা থানায় এজাহার দিলে পুলিশ তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে মিলুকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া স্বীকারোক্তির প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে দিনাজপুরের দশ মাইল এলাকা থেকে আরও দুজনে আটক এবং ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ারে আলম খান বলেন, ইজিবাইক চুরি চক্রের ৮ জনের মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাকি ৫ জনকে আটকের চেষ্টা করছে পুলিশ।

Keine Kommentare gefunden