close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর কলেজ বড়ুয়া ছাত্রের মৃত্যু। ..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর কলেজ বড়ুয়া ছাত্রের মৃত্যু।


ঠাকুরগাঁও প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,

গত মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দিনাজপুর বীরগঞ্জের জননী ফিলিং স্টেশনের সাম..

 

গত মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দিনাজপুর বীরগঞ্জের জননী ফিলিং স্টেশনের সামনে ভয়াব'হ দুর্ঘটনার এক্সি'ডেন্ট হয়।

 

গাড়ী দূর্ঘটনায় আহত হয়ে দুদিন ধরে লাইফ সাপোটে ছিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কলেজছাত্র মিজু। পরে দিনাজপুর থেকে হেলিকাপ্টার যোগে তাকে ঢাকায় নিয়ে যায় পরিবার। 

 

ঢাকায় ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে না ফেরার দেশে চলে গেছে মিজানুর রহমান মিজু। 

অনার্সে পড়ুয়া এই কলেজছাত্র দিনাজপুরে গড়ে তুলেছিলেন ব্যবসা। পরিবারের হাল ধরতে ছাত্রঅবস্থায় সফলতার দেখা পেয়েছিল সে। 

 

ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকা বালিয়ডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বাবুগজ গ্রামে তার বাড়ী। 

 

উল্লেখ্য, 

গত মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় পেট্টোল নেওয়ার জন্য আটকেছিলেন পাম্পের সামনে। ঘুমন্ত ট্রাক চালক ধা ক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় তার গাড়ীটি। এসময় গুরুত্বর আহত হন মিজানুর রহমান।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator