টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার, গ্রেনাডায় স্বাগতিকদের গুঁড়িয়ে দিলো একদিন আগেই..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
বার্বাডোজের পর এবার গ্রেনাডা টেস্টেও দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনেই ১৩৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় প্যাট কামিন্সের দল..

চতুর্থ দিনের শুরুতে ৭ উইকেটে ২২১ রানে থাকা অস্ট্রেলিয়া আর মাত্র ২২ রান যোগ করতেই বাকি উইকেট হারিয়ে ফেলে। ফলে দ্বিতীয় ইনিংসে থামে ২৪৩ রানে। স্টিভ স্মিথ করেন সর্বোচ্চ ৭১ রান। প্রথম ইনিংসে ৩৩ রানের লিড থাকায় ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রান।

কিন্তু মাত্র ৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে লাঞ্চে যায় ক্যারিবিয়ানরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। পঞ্চম উইকেটে শাই হোপ ও রোস্টন চেজের ৩৮ রানের জুটি ছাড়া উল্লেখযোগ্য কোনো প্রতিরোধই গড়তে পারেনি স্বাগতিকরা।

এই জুটি ভাঙার পর ৩২ রানের ব্যবধানে আরও ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে লায়নের ঘূর্ণিতে মাত্র ৩৪.৩ ওভারে ১৪৩ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক চেজ, দ্বিতীয় সর্বোচ্চ ২৪ শামারের ব্যাটে।

অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক ও লায়ন নেন সর্বোচ্চ ৩টি করে উইকেট। জশ হ্যাজেলউড নেন ২টি, আর কামিন্স ও বিউ ওয়েবস্টার নেন ১টি করে উইকেট।

প্রথম ইনিংসে ৬৩ ও দ্বিতীয় ইনিংসে ৩০ রান করে ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৩ জুলাই, কিংস্টনে।

Geen reacties gevonden