ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছাগীপাড়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ শে অক্টোবর সোমবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তারা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং জনগণের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান খান, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান বলেন, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি জনগণের প্রিয় নেতা আমান উল্লাহ আমানের সুযোগ্য উত্তরসূরি। তিনি গণমানুষের নেতা হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে কাজ করছেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন।
লিফলেট বিতরণ শেষে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে তিনি আরো বলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ, আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করা হবে।
স্থানীয় নেতারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে তেঁতুলঝোড়ার প্রতিটি ওয়ার্ডে বিএনপির নেতা-কর্মীরা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
এসময় এলাকাবাসী বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে বলেন, তারা পরিবর্তনের পক্ষে, ধানের শীষের বিজয়ই জনগণের বিজয়।