close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে টিটুর মেয়াদ আরও ৬ মাস বাড়াল বাফুফে..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, ১ জুলাই থেকে শুরু হয়ে এই মেয়াদ চলবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত..

সাইফুল বারী টিটুকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের মেয়াদের শেষ বছরে। তার সঙ্গে এক বছরের একটি চুক্তি হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৫ সালের মার্চে। তবে নতুন সভাপতি তাবিথ আউয়াল ও তার গঠিত টেকনিক্যাল কমিটি চুক্তির মেয়াদ তিন মাস বাড়িয়েছিল। সে মেয়াদ শেষে আবারও বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর খুঁজে না পাওয়ায় এবার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে—যদিও এ সিদ্ধান্ত এসেছে কোনো আনুষ্ঠানিক টেকনিক্যাল কমিটির সভা ছাড়াই।

গত ১৫ মাসে টিটু কোচিং কোর্স, একটি বয়সভিত্তিক দলের দায়িত্ব এবং এএফসি সভা ও সেমিনারে অংশ নিতে একাধিকবার মালয়েশিয়া গিয়েছেন। বাফুফে এসব কাজে তার পারফরম্যান্সে সন্তুষ্ট বলেই নতুন চুক্তি করেছে বলে জানানো হচ্ছে।

তবে বিষয়টি নিয়ে ভিন্নমতও রয়েছে। কারণ, টেকনিক্যাল ডিরেক্টর একটি দেশের ফুটবল কাঠামোর অন্যতম নীতিনির্ধারক পদ। যেখানে ফুটবলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ঘরোয়া লিগের টেকনিক্যাল মূল্যায়ন, ফুটবলের রোডম্যাপ ইত্যাদি থাকা জরুরি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এসব কার্যক্রম দৃশ্যমান নয়।

এই পদ নিয়েও কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল। সাবেক জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে ঘিরে আলোচনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে। এর মাঝেই জানা গেছে, বাফুফে এখনও বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর খুঁজছে। পছন্দসই কাউকে পেলে টিটুকে অন্য কোনো পদে বদলি করা হতে পারে, যেমন—হেড অব কোচিং এডুকেশন।

এদিকে, বাফুফে সম্প্রতি ডেভেলপমেন্ট পর্যায়ে কোচ নিয়োগের জন্য একাধিক বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে নারী ও পুরুষ উভয়ের আবেদন চাওয়া হয়েছে। অথচ বছরের শুরুতেই নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনকে হেড অব ইয়ুথ ডেভেলপমেন্ট ও বাফুফে এলিট ফুটবল একাডেমির দায়িত্ব দেওয়া হয়েছিল কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই। এতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন মাস পাঁচেক পর কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করায় প্রক্রাটিকে অনিয়ম বলেই মনে করছেন অনেকেই।

No comments found