রাজধানীর তেজগাঁও এলাকায় বোবা রফিক হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পর ডিএমপির তেজগাঁও থানা পুলিশ অভিযুক্ত মো. সাদ্দাম (২২) কে গ্রেফতার করেছে। শুক্রবার (২৬ এপ্রিল ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল (বুধবার) বেলা ১১টার দিকে কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টের সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন নিহত মো. জীবন ওরফে বোবা ওরফে রফিক। এ সময় পূর্ব বিরোধের জেরে সাদ্দাম তার ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। রফিক গুরুতর আহত হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর তেজগাঁও থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রফিকের নানী বাদী হয়ে ২৫ এপ্রিল তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তের অংশ হিসেবে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে সাদ্দামের সংশ্লিষ্টতা নিশ্চিত করে। পরবর্তীতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কারওয়ান বাজারের কামারপট্টি এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়, যা গামছায় মোড়া অবস্থায় পাওয়া যায়।
তেজগাঁও থানা জানায়, গ্রেফতারকৃত সাদ্দাম কারওয়ান বাজারের পরিচিত পকেটমার ও ছিনতাইকারী হিসেবে চিহ্নিত। তার বিরুদ্ধে তেজগাঁও ও হাতিরঝিল থানায় ছিনতাই, ডাকাতি এবং মাদক সংশ্লিষ্ট সাতটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, একই ঘটনায় শুক্রবার সকালে র্যাব অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মো. আসিফ ওরফে আশিক ওরফে ইব্রাহিম খলিল (২২) কে গ্রেফতার করে এবং পরবর্তীতে তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।