close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

তারুণ্যের উৎসব উপলক্ষে বাগেরহাটে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ..

সাংবাদিক আসাদুজ্জামান শেখ সোবহান avatar   
সাংবাদিক আসাদুজ্জামান শেখ সোবহান
****

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে তারুণ্যের উৎসব -২০২৫ উপলদক্ষে ব্যাডধমন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকালে জেলা  ক্রীড়া অফিসের আয়োজনে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে ব্যাডমিন্টন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমদের সঞ্চলনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনি অনুষ্ঠানে বিজয়িদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাস আহম্মেদ  কামরুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  ভাস্কর দেবনাথ বাপ্পি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল অফিস) মোঃ শামীম হোসেন। এ প্রতিযোগিতায় বাগেরহাটের ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৬ জন খেলোয়াড় অংশ নেয়।

 অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাাগে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ও বালক বিভাগে বৈটপুর মাধ্যমিক বিদ্যালয়।  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সুস্থ বিনোদনের দিকে ধাবিত হবে।  শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমবে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন,  যারা বিতর্ক করে তারা ভালো ছাত্র হয় আর যারা খেলাধুলা করে তারা সুস্থ ও নাগরিক হয়।  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা তথ্য অফিস এর উপপরিচালক মঈনুল ইসলাম,  উপপরিচালক জেলা পরিসংখ্যান অফিস, ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।

No se encontraron comentarios