close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

তারকাখ্যাতি পেছনে ফেলে ট্যাক্সিচালক হতে চান ফাহাদ ফাসিল..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Renowned South Indian actor Fahadh Faasil reveals his dream of becoming a cab driver in Barcelona if he ever quits acting. His wife Nazriya fully supports his heartfelt vision.

মালয়ালম সিনেমার জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল জানালেন অভিনয় ছাড়লে স্পেনে গিয়ে ক্যাব চালিয়ে জীবন কাটাতে চান তিনি। তার এই নতুন ভাবনায় স্ত্রীরও পূর্ণ সমর্থন।

'পুষ্পা: দ্য রাইজ়' ছবিতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ভারতজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন দক্ষিণী সুপারস্টার ফাহাদ ফাসিল। ভঁওয়র সিংহ শেখাওয়াত চরিত্রে তাঁর দৃপ্ত উপস্থিতি আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানার মতো তারকাদের মধ্যেও আলাদা করে নজর কেড়েছিল দর্শকের। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ‘পুষ্পা’র দ্বিতীয় অধ্যায়ে তাঁর প্রত্যাবর্তনের। সেই অপেক্ষার অবসান ঘটেছে ইতিমধ্যে।

তবে শুধুই ‘পুষ্পা’ নয়—‘বরাথন’, ‘কুম্বলঙ্গি নাইট্‌স’, ‘সুপার ডিলাক্স’, ‘ট্রান্স’, ‘জোজি’, ‘মালিক’, ‘আবেশম’, ‘বোগেনভিলিয়া’র মতো একের পর এক প্রশংসিত ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে দর্শকের হৃদয়ে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন ফাহাদ। মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা এই অভিনেতার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে গোটা ভারতজুড়ে।

তবু এই সফলতার মধ্যেও ফাহাদ যেন খুঁজে ফিরছেন এক ভিন্ন জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন অভিনয় ছাড়ার পর নিজের জন্য ভেবেছেন এক অনন্য পরিকল্পনা। তিনি বলেন, “আমি যদি কখনো অভিনয় ছেড়ে দিই, তাহলে আর দেশে থাকব না। চলে যাব স্পেনের বার্সেলোনায়, আর সেখানেই ক্যাব চালিয়ে জীবন কাটাতে চাই। এটা শুধু গাড়ি চালানো নয়—আমি মনে করি এটা হবে এমন এক কাজ, যা আমার মন থেকে ভালো লাগবে। কাউকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার অভিজ্ঞতা আমার কাছে একরকম পরিপূর্ণতা বয়ে আনবে।”

ফাহাদের এই স্বপ্নে একমত হয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী নাজরিয়াও। তিনি ফাহাদের সিদ্ধান্তে আনন্দ পেয়েছেন বলেই জানিয়েছেন অভিনেতা। একজন মানুষ জীবনের পরবর্তী অধ্যায়ে কেমন হবেন, কী করবেন—তা সম্পূর্ণ নিজের বেছে নেওয়া পথেই নির্ভর করে, এমনটাই বিশ্বাস করেন ফাহাদ।

এই ভাবনা অনেকটা মিলিয়ে যায় বিখ্যাত ইরানি নির্মাতা জাফর পানাহির 'ট্যাক্সি' সিনেমার সঙ্গে। সেখানে পানাহি নিজেই ট্যাক্সিচালক হয়ে যাত্রীদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে তুলে ধরেছিলেন সমাজের বাস্তবতা ও বিচিত্র জীবনদর্শন। ঠিক তেমনই ফাহাদও হয়তো নিজের জীবনের নতুন অধ্যায় লিখতে চাইছেন গ্ল্যামার আর আলো ঝলমলে পরিবেশ ছেড়ে স্টিয়ারিং হাতে তুলে নিয়ে।

তারকা জীবন নয়, বরং শান্ত, সাধারণ, অথচ অন্তর থেকে আনন্দ পাওয়া একটি পেশার দিকে ঝুঁকছেন ফাহাদ। হয়তো সময়ই দেবে সেই প্রশ্নের উত্তর—একজন তারকা কি সত্যিই নতুন গল্প খুঁজে পাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো মানুষের মাঝে?

Geen reacties gevonden