বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি ও রাজনৈতিক অপতৎপরতার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ট্রাঙ্ক রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।
মিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও এয়াকুব নবী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।
বক্তারা বলেন, "তারেক রহমানকে নিয়ে কটুক্তি করে সরকারের চররা দেশের ছাত্র সমাজকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। ছাত্রদল সেই অপপ্রচারের জবাব রাজপথেই দিবে।"
বিক্ষোভে জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
没有找到评论