close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লেমুয়ায় লিফলেট ও টি-শার্ট বিতরণ ‎..

Monsur Alam avatar   
Monsur Alam
আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন,
‎“লেমুয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে লিফলেট ও প্রচারণামূলক সামগ্রী বিতরণ করা হবে, যাতে জনগণ ধানের শীষের অঙ্গীকার ও তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে আরও গভীরভ..

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লেমুয়া ইউনিয়নের আগামীর কান্ডারী আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে লেমুয়ায় ব্যাপক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎কর্মসূচির অংশ হিসেবে গত রবিবার (১২ অক্টোবর) সকালে লেমুয়া বাজারে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ এবং শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে লেমুয়া উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিকদের মাঝে ধানের শীষের প্রচারণামূলক টি-শার্ট বিতরণ করা হয়।

‎এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী ও তরুণদের হাতে লিফলেট ও টি-শার্ট তুলে দিয়ে ৩১ দফার মূল বার্তা ও উদ্দেশ্য তুলে ধরেন আব্দুল্লাহ আল মামুন।

‎তিনি বলেন,

‎“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা মাঠে নেমেছি। এই কর্মসূচি মানুষের মাঝে সচেতনতা ও উৎসাহ বাড়াবে।”

‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহসভাপতি সালেহ আহমেদ, সভাপতি শাহ আলম মিয়াজী, সাধারণ সম্পাদক ইয়াসিন রিপন মেম্বারসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

‎সিনিয়র সহসভাপতি সালেহ আহমেদ বলেন,

‎“তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি জাতীয় পুনর্জাগরণের রূপরেখা। তরুণদের এই উদ্যোগ আমাদের রাজনৈতিক যাত্রাকে আরও শক্তিশালী করবে।

‎তিনি আরও বলেন,

‎“আগামীর কান্ডারী লেমুয়া ইউনিয়নের যুবদলের আব্দুল্লাহ আল মামুনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন কর্মসূচি তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও দায়িত্ববোধ আরও বাড়াবে।”

‎আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন,

 

‎“লেমুয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে লিফলেট ও প্রচারণামূলক সামগ্রী বিতরণ করা হবে, যাতে জনগণ ধানের শীষের অঙ্গীকার ও তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারে।”

Geen reacties gevonden


News Card Generator