close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

টানা চতুর্থবারের এসএসসি পরীক্ষায় ফলাফলে শ্রেষ্ঠ মতলব উত্তরের এস ই মডেল একাডেমি..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

টানা চতুর্থবার এসএসসি পরীক্ষার ফলাফলে
মতলব উত্তরে শ্রেষ্ঠ এস ই এল মডেল একাডেমি

শহিদুল ইসলাম খোকন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অন্যতম আধুনিক ও মনোরম পরিবেশে নির্মিত ঐতিহাবাহী শিক্ষা প্রতিষ্ঠান এস ই এল মডেল একাডেমি। গত ১৩ জুলাই রবিবার এস ইএল মডেল একাডেমি টানা চতুর্থবারের মতো উপজেলার শ্রেষ্ঠ হয়েছে। এ উপলক্ষে ঐদিন ফলাফল পেয়ে খুশিতে  এস ই এল মডেল একাডেমির মাঠে নানান আয়োজনের মধ্যে দিয়ে উত্তীর্ণ সকলকে বরণ ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে আনন্দ ভাগাভাগি করা হয়। 

এ সময়  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন বলেন, এবার ২৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৪ জন পাশ করেছেন পাশের হার ৮৮.১৮% ও ৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। পাশের হার ও  প্রাপ্ত জি পিএ ৫ পাওয়ার গড় বিবেচনায় এবারও প্রতিষ্ঠানটি মতলব উত্তর উপজেলার মধ্যে ফলাফলে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।  গত তিন বছর প্রতিষ্ঠানটি থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এখন লক্ষ্য থাকবে আরো ভালো ফলাফল ও ভালো মানুষ তৈরি করে এই প্রতিষ্ঠানটির সুনাম সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া। এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা সব সময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। 

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল সাহেবের প্রচেষ্টায় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আমরা মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করেছি, ও সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেছি। আর তারই ফলশ্রুতিতে আজকে আমাদের এই সফলতা। ইনশাল্লাহ আগামীতে আমরা চাঁদপুর জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।
এ সময় আরো  বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী লিয়াকত আলী খোকন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল মুন্সী প্রমূখ। 

শিক্ষার্থীরা ভালো ফলাফলে প্রকশ ব্যক্ত করে বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রচেষ্টা ও মা বাবার দোয়ায় আজকে আমরা  ভালো ফলাফল করতে পেরেছি। আমরা আশা করি এ বিদ্যালয়টি একদিন বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠবে।

উল্লেখ্য, রিহ্যাব এর সাবেক প্রেসিডেন্ট ও আবাসন শিল্লের পথিকৃত এসইএল এর এমডি,  ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল নিজ জন্মভূমি চান্দ্রাকান্দিতে  প্রতিষ্ঠা করেন এস ই এল মডেল একাডেমি।

Walang nakitang komento