close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

তালোড়ায় ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সার্বজনীন সনাতনী সংঘের আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভজন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ই আগস্ট সকালে তালোড়া শ্রী শ্রী লক্ষী নারায়ণ  রাধাকৃষ্ণ মন্দির হতে বর্ণাঢ্য মঙ্গল শোভযাত্রা বের হয়ে তালোড়া  বাজার ও পৌর এলাকার প্রধান রাস্তা প্রদক্ষিণ করে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির এসে শেষ হয়। শোভাযাত্রায় সংঘের সভাপতি সুভাষ প্রসাদ কানু, সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক রতন চন্দ্র দাস, ডাক্তার এইসি কর্মকার সুদীপ সহ মন্দিরের উপদেষ্টা মন্ডলীর কমিটির সকল সদস্যবৃন্দ সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম হতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ সনাতন ধর্মালম্বীর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভা শেষে  ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Aucun commentaire trouvé