তালোড়া বন্দরনগর কবিতা সংসদের সভাপতির ইন্তেকাল 

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ

 

  

বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি কবি মোঃ আব্দুল মজিদ খোন্দকার (৭১)  শুক্রবার ২৪শে অক্টোবর  সকাল ৮টা ৩০ঘটিকায় বগুড়া নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি উপজেলার  তালোড়া পৌরসভার দুবড়া মহল্লার মৃত খন্দকার কাশিম আলীর মেজ ছেলে আব্দুল মজিদ খোন্দকার  কিছুদিন ধরে  প্যারালাইসিস সহ বিভিন্ন রোগে অসুস্হ ছিলেন। মৃত্যুকালে আব্দুল মজিদ খন্দকার, স্ত্রী, তিন মেয়ে নাতি নাতনি সহ অনেক গুণগ্রাহী রেখে গেছে । তার জানাযার নামাজ একই দিন শুক্রবার বাদ আছর  দুবড়া গ্রামে অনুষ্ঠিত শেষে পারিবারিক কবর স্থানে  দাফন সম্পন্ন  হয়। তার মৃত্যুতে গভীর  শোক ও সমবেদনা  জানিয়েছেন তালোড়া বন্দর নগর কবিতা সংসদের  সাধারণ সম্পাদক  মোমিন ইসলাম শাওন, উপদেষ্টা  মোঃ মুখলেছার রহমান, মোঃ মোশারফ হোসেন সেলিম, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ  গোলাম ফারুক, বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুশান্ত মালাকার , কবিতা সংসদের মোঃ ইয়াসিন হোসেন, মোঃ আরাফাত হোসেন,  হাবিব হাসান , মোঃ আব্দুল মজিদ হারুন,দিনেশ চন্দ্র শীল, আহসান হাবিব সহ দেশের বিভিন্ন স্হান  কবি সাহিত্যিক শোক জানিয়েছে।

לא נמצאו הערות


News Card Generator