close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

তালোড়া বন্দর নগর কবিতা সংসদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত। ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ

 

 

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদ ও তালোড়া নাগর গ্রন্থাগারের যৌথ  আয়োজনে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের  ৪৯ তম  মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ   উপলক্ষে বুধবার (২৭শে আগস্ট) সকাল সাড়ে ১০টায় তালোড়া বন্দর নগর কবিতা সংসদে আলোচনা সভা ও কবিতা পাঠ  অনুষ্ঠিত।   
তালোড়া নাগর গ্রন্থাগারের সভপতি  আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন সেলিম মুন্সির  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এম মোমিন ইসলাম শাওন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের  জীবনী ও তার  সাহিত্যকর্ম নিয়ে  আলোচনা করেন, মোঃ  আফজাল হোসেন,  ইয়াছিন হোসেন,  দিনেশ চন্দ্র শীল,  আরাফাত হোসেন, কবি আমিনুর রহমান  , মোঃ আব্দুল মজিদ হারুন,  আহসান হাবীব, নুরনবী , মহাই মিনুন, মোঃ শামিন সহ আরো অনেকেই।  আলোচনা সভা শেষে   কবির কবিতা আবৃতি করা হয়।

没有找到评论