বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদ ও তালোড়া নাগর গ্রন্থাগারের যৌথ আয়োজনে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৭শে আগস্ট) সকাল সাড়ে ১০টায় তালোড়া বন্দর নগর কবিতা সংসদে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত।
তালোড়া নাগর গ্রন্থাগারের সভপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন সেলিম মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এম মোমিন ইসলাম শাওন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী ও তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন, মোঃ আফজাল হোসেন, ইয়াছিন হোসেন, দিনেশ চন্দ্র শীল, আরাফাত হোসেন, কবি আমিনুর রহমান , মোঃ আব্দুল মজিদ হারুন, আহসান হাবীব, নুরনবী , মহাই মিনুন, মোঃ শামিন সহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে কবির কবিতা আবৃতি করা হয়।