ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত ২৭ জুন ২০২৫ তারিখে এলাকার একটি তালগাছ কেটে ফেলা হয়, যেটি ছিল বাবুই পাখির আশ্রয় ও প্রজননস্থল। গাছটির ডগায় থাকা বহু বাসায় ছিল ডিম ও ছানা। গাছ কাটার ফলে অনেক ছানা পানিতে পড়ে মারা যায় এবং ডিমগুলো ভেঙে যায়। কিছু প্রাপ্তবয়স্ক পাখি পালিয়ে গেলেও শতাধিক ছানা নিঃশেষ হয়।
এ মর্মান্তিক ঘটনায় পরিবেশপ্রেমী মহল এবং সচেতন নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানায়। ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে, এবং প্রশাসনের নজরে আসে।
ঘটনার পরিপ্রেক্ষিতে ২৯ জুন ২০২৫ খ্রিঃ তারিখে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হলে, বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম এবং ঝালকাঠির সম্মানিত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযানে নামে। মাত্র ৩ ঘণ্টার মধ্যে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামী মোঃ মোবারেক ফকির (৬৫), পিতা- মৃত মোসলেম আলী ফকির, সাং- গুয়াটন, থানা ও জেলা- ঝালকাঠি, কে পীরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় পরিবেশ ও প্রাণিকল্যাণ নিয়ে উদ্বিগ্ন অনেকেই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে কেউ এমন অমানবিক কাজ করার সাহস না পায়।



















