close

লাইক দিন পয়েন্ট জিতুন!

তালায় জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ: উদ্ভাবনী উদ্যোগ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
তালা উপজেলার জালালপুরে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্থানীয় উন্নয়ন সংস্থাগুলোর কর্মীরা অংশগ্রহণ করেন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:


educo ও tearfund অর্থায়নে তালা উপজেলার জালালপুর ইউনিয়নে WJCC কর্তৃক বাস্তবায়িত SCOPE প্রকল্পের আওতায় অগ্রগতি সংস্থার ট্রেনিং ভ্যেনুতে Training on Climate change for the  staff of implementing Partners বিষয়ের উপর দিনব্যাপি প্রশিক্ষণ শনিবার (৩১ মে '২৫) অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সহায়কের ভূমিকা পালন করেন উত্তরণের জনাব মোস্তাফিজুর রহমান,  প্রোগ্রাম ম্যানেজার এবং জনাব হাসান আব্দুল্লাহ রাফাত, ম্যানেজার MEAL. অনুষ্ঠানে বিন্দু, প্রেরনা ও উইমেন জব ক্রিয়েশন সেন্টার এর মোট  ২০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। অুনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টার এর নির্বাহী প্রধান জনাবা আশরাফুন নাহার।

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপট, সমস্যা, অভিযোজন  বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

没有找到评论