close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

তালায় বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সাতক্ষীরার তালায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:


সাতক্ষীরার তালায় উপজেলা বিএনপির উদ্যোগে স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শ্যামল সবুজ বাংলাদেশের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৩০ মে '২৫) বিকালে তালা শিল্পকলা একাডেমিতে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও  উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান।


বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, মোহব্বত হোসেন, অধ্যাঃ মোশারাফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, রাশেদুল হক রাজু, কৃষক দলের যুগ্ম আহবায়ক আলী হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সম ইয়াছিন উল্লাহ, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, মোঃ আনিছুজ্জামান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, উপজেলা জাসাস’র সাধারণ সম্পাদক রাসেল বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, তালা সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি রিপন ইসলাম  প্রমুখ।

कोई टिप्पणी नहीं मिली