close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

টাইমড আউটের ঘটনা দুর্ভাগ্যজনক ; প্রেস কনফারেন্সে অ্যাঞ্জেলো ম্যাথুস..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
মাঠে পরে প্রবেশ করা, সাকিব আল হাসানের আপিলে টাইমড আউট হওয়া। সম্ভবত অ্যাঞ্জেলো ম্যাথুস এই স্মৃতি কখনো ভুলতে পারবেন না৷ তিনিই ইতিহাসের প্রথম ক্রিকেটার যিনি টাইমড আইটের শিকার হয়েছেন।..

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ম্যাচ, চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা পাকাপোক্ত করার জন্য জয়ের বিকল্প ছিলো না দুই দলের জন্য! সময়ের হিসেবে দেরিতে আসায় সাকিব আল হাসান ম্যাথুসের বিপক্ষে সেই টাইমড আউটের আবেদন করে। পরবর্তীতে কোনো বল না খেলে অনন্য এক লজ্জার রেকর্ডে নাম লেখান এই অলরাউন্ডার। এটার ক্ষোভ বা অভিমান এখনো ম্যাথুসের মনে আছে নাকি? এই প্রসঙ্গ তার মুখোমুখি করতে হয়  বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগে প্রেস কনফারেন্সে। 

আগামীকাল শুরু হওয়া বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলে লম্বা টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন ম্যাথুস। এর আগের দিন আজ টেস্ট জার্সি গায়েই সংবাদ সম্মেলনে এসেছিলেন ম্যাথুস। প্রশ্নোত্তরের এক ফাঁকে স্বাভাবিকভাবেই এল বাংলাদেশ প্রসঙ্গও।

তিনি বলেন,  আমার তখন রাগ ও হতাশা ছিল। আমি ভুল কিছু করিনি। ম্যাচের পর যখন ম্যাচ রেফারি ও আম্পায়ারদের ভিডিওটা দেখাই, তখন তাঁরা ভুল বুঝতে পেরে দুঃখপ্রকাশ করেছিলেন।

ম্যাথুস আরো দাবি করেন যে, সে ঘটনা নিয়ে তার কোন ক্ষোভ বা অভিমান নেই। ঘটনা খুব'ই দুর্ভাগ্যজনক। তারা আমার বন্ধু, তাদের বিপক্ষে (ব্যক্তিগতভাবে) আমার কিছু নেই। আমাদের সঙ্গে সব সময় ভালো (আচরণ) করেছে ওরা। ওই সময় আমাদের কিছু বাক্যবিনিময় হয়েছিল, কিন্তু আমি ক্ষোভ ধরে রাখি না। ক্ষোভ ক্রিকেটের জন্য আসলেই খারাপ শব্দ।’

তিনি আরো উল্লেখ করেন, ওই ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, আমার মনে হয়, তারা আমাকে লক্ষ্য বানিয়েছিল। আমি জানি না, কী বিষয়টা তাদের তখন আবেদন করতে প্রলুব্ধ করেছিল। আমার মনে হয়, আম্পায়ারদের আরও বেশি জড়ানো উচিত ছিল এই ঘটনায়। আমি যখন ক্রিজে আসি, তখনো দুই মিনিট হয়নি। আমার হেলমেট ভেঙে গিয়েছিল তখন, আমি মাঠে আসার আগে এটা হয়নি। আমার রাগ হওয়াটা তাই ঠিকই ছিল।

کوئی تبصرہ نہیں ملا