close

লাইক দিন পয়েন্ট জিতুন!

টাইগারদের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় এখন বাংলাদেশ ক্রিকেট দল৷ গলে প্রথম টেস্ট মাঠে গড়াবে মঙ্গলবার (১৭ জুন)। টেস্ট সিরিজ কে সামনে রেখে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।..

১৮ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড৷ যেখানে ৬ জন ই নতুন মুখ। বাংলাদেশ বনাম শ্রীলংকা সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্র। গলে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলবে অ্যাঞ্জেলো ম্যাথুস। 

সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন ধনাঞ্জায়া ডি সিলভা। দলে ডাক পাওয়া ছয়জন নতুন মুখ হলো : লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নানায়েকে, থারিন্দু রত্ননায়েকে এবং ইশিতা বিজেসুন্দরা। 

শ্রীলঙ্কা স্কোয়াড:

ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্ডো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, ইশিতা বিজেসুন্দরা, পবন রত্নানায়েকে, থারিন্দু রত্ননায়েকে, আকিলা দনাঞ্জয়া, মিলন রত্ননায়েকে, প্রবাত জয়াসুরিয়া, আসিতা ফার্নান্ডো, কাসুন রাজিতা

कोई टिप्पणी नहीं मिली