টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত..

Abdus Sattar avatar   
Abdus Sattar
টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে”

 

মোঃ আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি 


 “টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে”- এই স্লোগানকে সামনে রেখে ১১ অক্টোবর শনিবার দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শহীদ ডাঃ আব্দুল জব্বার মিলনায়তনে দিনাজপুর জেলা তথ্য অফিস এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ আয়োজনে ১২ ও ১৩ অক্টোবর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ কে সামনে রেখে দিনাজপুরের সর্বস্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল দিনাজপুরের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সিরাজপুর ইসলাম, জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা, তথ্য ও সম্প্রসারন মন্ত্রণালয়ের গণ যোগাযোগ অধিদপ্তর ঢাকা’র উপপরিচালক ফাইমা জাহান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. এম শাহজাহান। তথ্য ভিত্তিক উপস্থাপনা করেন সিভির সার্জন কার্যালয়ের ডাঃ আল আমিন। সাংবাদিকদের পক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম নবী দুলাল, শাহ আলম শাহী, আজহারুল আজাদ জুয়েল, নুরুল হুদা দুলাল, মোঃ রেজাউল করিম রঞ্জু, মোঃ শাহীন হোসেন, আবুল কাশেম, মোঃ মাহবুবুল হক খান প্রমুখ। সিভির সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস সাংবাদিকদের জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। তবে অনলাইনে প্রতি জন শিক্ষার্থীদের অবশ্যই নিবন্ধন করে আসতে হবে। তিনি আরও বলেন, এবার ১৩ উপজেলার শিক্ষার্থীদের লক্ষমাত্রা ধরা হয়েছে ৬ লক্ষ ২২ হাজার ৮৮১ জন এবং কমিউনিটি পর্যায়ে লক্ষমাত্রা ২ লক্ষ ৭০ হাজার ২৪৭ জন যা সব মিলিয়ে মোট ৮ লক্ষ ৯৩ হাজার ১২৮ জনকে টিকা প্রদান করা হবে। প্রতিটি শিক্ষার্থী যেন অনলাইনে নিবন্ধন করে টিকা গ্রহণ করতে পারে সেজন্য গণমাধ্যম কর্মীদের বিশেষ ভূমিকা রয়েছে। ১২ অক্টোবর দিনাজপুর জিলা স্কুলে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ হোসেন, মোঃ নাহিদ।

 

 

Nessun commento trovato


News Card Generator