স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলার শান্তিপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, হাওর নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন এবং আন্তঃউপজেলা অধিকার পরিষদের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নুরুল হক আফেন্দি এবং সঞ্চালনা করেন ফজলুল করিম সাঈদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক।
এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য দেন তাহিরপুর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলোয়ার হোসেন, পরিবেশ অধিদফতর সুনামগঞ্জের পরিদর্শক সাইফুল ইসলাম, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একে এম আবু নাসার, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতি আবুল হোসেন, হাউস-এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, হাওর নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি মিজানুর রহমান, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর শাখার সভাপতি মুসায়েল আহমেদ, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলামসহ স্থানীয় পরিবেশকর্মী আবুল হোসেন, রফিকুল ইসলাম, মুজিবুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, আব্দুল্লাহ ও মহিউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ, প্রকৃতি এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড দ্রুত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।