বৃহস্পতিবার দুপুরে সুসং সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে রোপণ করা হয় নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
সুসং সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী সৈকত সরকার বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে আজ কলেজ চত্বরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছি। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা রাখবে।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশ ও সমাজের কল্যাণে সদা সচেষ্ট থাকবে।