close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সুন্দরবনে চলমান অভিযানে হরিণের ফাঁদ উদ্ধার

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনের গহিনে উপর্যুপরি হরিণ শিকার ও চোরা শিকারিদের তৎপরতা। বন বিভাগের চলমান বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে হরিণ শিকারে ব্যবহৃত ১’শ মিটার ফাঁদ।..

সোমবার (০২ জুন) সকাল ১০টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে সুন্দরবনে টেকের খাল এলাকা থেকে এসব ফাঁদ উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনের ভেতরে লুকিয়ে রাখা ফাঁদগুলো শনাক্ত করা হয়। তবে এ সময় কোনো শিকারিকে আটক করা সম্ভব হয়নি।

সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, শিকারিরা হরিণ শিকারের জন্য বনে বিভিন্ন ধরনের ফাঁদ পাতে। গোপন সংবাদের ভিত্তিতে তারই সূত্র ধরে আমরা টেকের খাল এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় আনুমানিক ১শ মিটার হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, হরিণ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে। বনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান এবং অব্যাহত থাকবে।

 

Keine Kommentare gefunden


News Card Generator