close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সুন্দরবনে আগুন,মিলছেনা পানি

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। শনিবার (২২ মার্চ) সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। ..

বনবিভাগের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বনবিভাগ ও ফায়ারসার্ভিস কর্মিরা।

স্থানীয়রা জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বনকর্মিরা।তবে খাল থেকে আগুন লাগার দূরত্ব বেশী হওয়ায় পানির জন্যে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যপক এলাকায় ছড়িয়ে না পড়ে সে জন্যে আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছে বনকর্মিরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটা ইউনিট যোগ দেয় ঘটনাস্থলে। ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স শরণখোলা স্টেশন কর্মকর্তা জানিয়েছে শরণখোলা,মোড়েলগঞ্জ,রামপাল ও কচুয়া থেকে আরো দুটি ইউনিট এ নির্বাপন কাজে যোগ দিচ্ছে।

Nenhum comentário encontrado