close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সুন্দরবন সংলগ্ন প্রান্তিক নারীদের মাঝে শীতকালীন সবজি বীজ ও জৈব সার বিতরণ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
মেরিডিয়ান ইনস্টিটিউটের সহায়তায় বাস্তবায়িত সুন্দরবনে মৎস্যজীবীদের  জন্য টেকসই মৎস্য সম্পদ এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনের লক্ষ্যে ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা প্রকল্প এর আওতায় প্রান্তিক নারীদের মাঝে..

সুন্দরবন সংলগ্ন প্রান্তিক নারীদের মাঝে শীতকালীন সবজি বীজ ও জৈব সার বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ  উপকূলীয় নারীদের পরিবেশবান্ধব ও টেকসই কৃষি চর্চায় উৎসাহ প্রদান করতে মঙ্গলবার(১৪ অক্টোবর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লিডার্স ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে লিডার্স প্রধান কার্যালয়ে উপকূলীয় প্রান্তিক নারীদের মাঝে শীতকালীন সবজি বীজ ও জৈব সার বিতরণ করা হয়।

মেরিডিয়ান ইনস্টিটিউটের সহায়তায় বাস্তবায়িত সুন্দরবনে মৎস্যজীবীদের  জন্য টেকসই মৎস্য সম্পদ এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনের লক্ষ্যে ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা প্রকল্প এর আওতায় প্রান্তিক নারীদের মাঝে বিনামূল্যে শিম, গাজর, টমেটো, লাল শাক, পালং শাক ও আলু বীজসহ জৈব সার বিতরণ করা হয়।

 প্রকল্পের টিম লিডার রেখা খাতুনের সঞ্চালনায় প্রশাসনিক কর্মকর্তা মোঃ শওকৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেড অব অ্যাকাউন্টস মোঃ রায়হান কবির,টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস প্রমুখ। 

 বক্তারা বলেন,বীজ ও জৈব সার বিতরণ কার্যক্রম প্রান্তিক নারীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং তাদেরকে টেকসই কৃষি ও পরিবেশবান্ধব জীবনধারার দিকে অগ্রসর করবে।

 ছবি- শ্যামনগরে লিডার্স এর উদ্যোগে নারীদের মাঝে বীজ বিতরণ ।

 

Geen reacties gevonden


News Card Generator