নিজস্ব প্রতিবেদক:
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ-এর সুনামগঞ্জ জেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম। যৌথ সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি কবি মোঃ সহিদ মিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসাইন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
হবিগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিবুল হক,সুনামগঞ্জ পৌর কলেজের সাবেক প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার,সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট ছাইদুর রহমান তালুকদার,হাওর বাঁচাও আন্দোলনের জেলা সভাপতি ইয়াকুব বখত বাহলুল,লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার,এইচ এম পি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি,বিভাগীয় প্রচার সম্পাদক কামরুল ইসলাম এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল হক, সহ-সভাপতি অ্যাডভোকেট হেলেনা আক্তার, মোঃ সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাহিত্য পরিষদের সহ-সভাপতি সাজাউর রহমান, শিক্ষক এমদাদুল হক মিলন, কবি ও লেখক একরামুল হক সেলিম, ও শিক্ষা বিষয়ক সম্পাদক আদিল আরমান।
সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবু সঈদ।
উপস্থিত ছিলেন আরও অনেকেই, তাঁদের মধ্যে ছিলেন—
ছালেক সুমন, সুজন তালুকদার, মোঃ জিয়া উদ্দিন, মিনহাজ উদ্দিন পল্লব, আব্দুল ইসলাম মিলন ও মাহবুব হাছান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার সচেতনতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।