close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সুনামগঞ্জে বিজিবি'র মানব পাচারবিরোধী অভিযানে ২ পাচারকারীসহ ৬ জন আটক | ভারত-বাংলাদেশ সীমান্ত..

পুলক শেখ avatar   
পুলক শেখ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিজিবি'র এক অভিযানে ২ মানব পাচারকারী এবং ৪ পাচার হওয়া বাংলাদেশী নাগরিকসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। রোববার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ইদুকোনা এলাকায় এই ..

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে ২ জন চিহ্নিত মানব পাচারকারী এবং ৪ জন পাচার হওয়া বাংলাদেশী নাগরিকসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানটি রোববার ভোরে সফল হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের বাগানবাড়ি বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন। ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১২২৮/এমপি থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় একশত গজ ভিতরে ইদুকোনা নামক স্থানে এই অভিযান চালানো হয়।

আটককৃত মানব পাচারকারীরা হলেন দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ ইমন হোসেন (২২) এবং মৃত আব্দুল মালেকের ছেলে আবুল হোসেন (৫৫)। এরা টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতীয় দালালের কাছে মানব পাচার করে আসছিলেন বলে জানা গেছে। তবে, একই গ্রামের আরেক মানব পাচারকারী আরমান হোসেন, যিনি আবুল হোসেনের ছেলে, তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

পাচার হওয়া চারজন বাংলাদেশী নাগরিক হলেন ফরিদপুর জেলার ভাংগা থানার হাজরাকান্দি গ্রামের মৃত মজিদ মোড়লের ছেলে মোঃ নুর ইসলাম মোড়ল (২০), কুটি মিরের ছেলে মোঃ লিটন মির (৫০), মৃত জাফর মোল্লার ছেলে মোঃ নজরুল ইসলাম (৪০) এবং মৃত সাইদুর রহমানের ছেলে মোঃ শাহিন মিয়া (৩০)। তারা সবাই ফরিদপুর জেলার ভাংগা থানার হাজরাকান্দি গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চারজন পূর্বেও অবৈধভাবে ভারতে গমন করেছিলেন এবং প্রায়শই কাজের উদ্দেশ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানে ২-৩ মাস কাজ করার পর তারা পুনরায় বাংলাদেশে ফিরে আসেন। আটককৃতরা আজ ভারতে যাওয়ার উদ্দেশ্যে দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়িতে একত্রিত হয়েছিলেন।

আটককৃত ৬ জনকেই দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়াও, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকর্মীদের জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছেন। তিনি আরও বলেন, এই জেলার সকল সীমান্ত স্পট সুরক্ষিত রাখতে বিজিবি সদস্যরা সর্বদা সচেতন রয়েছেন। আজকের অভিযানে আটককৃত কোনো ভারতীয় অবৈধ মালামাল থাকলে তা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

لم يتم العثور على تعليقات