close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সুদানে তিনদিনে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে আরএসএফ

Mohammad Islam avatar   
Mohammad Islam
সুদানে তিনদিনে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে আরএসএফ

২৯ অক্টোবর ২০২৫, 

সুদানে তিনদিনে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে আরএসএফ

 

সুদানের রাজধানী দারফুরের পশ্চিমাঞ্চলের এল-ফাশের শহরে ভয়াবহ গণহত্যা চালিয়েছে দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। শহরটিতে শেষ তিনদিনে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে তারা।

 

গত দুই বছর ধরে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফের সেনারা লড়াই করছে। এতে করে স্মরণকালের অন্যতম ভয়াবহ গৃহযুদ্ধের কবলে পড়েছেন দেশটির মানুষ।

 

আরএসএফের সেনারা সম্প্রতি এল-ফাশের শহরটি সেনাবাহিনীর কাছ থেকে দখল করে। সুদান ডক্টর নেটওয়ার্ক বুধবার (২৯ অক্টোবর) জানিয়েছে, সেখানকার বেসামরিক মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় ভয়াবহ গণহত্যা চালায় আরএসএফ। তারা কমপক্ষে দেড় হাজার মানুষকে হত্যা করেছে।

 

সুদানের সংঘাতের ওপর নজর রাখা এ সংগঠনটি বলেছে আরএসএফ ‘সত্যিকারের গণহত্যা সংঘটিত’ করেছে।

 

গ্রুপটি বলেছে, গত দেড় বছর ধরে এল-ফেশারে বোমাবর্ষণ করে, মানুষকে ক্ষুধার্থ রেখে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ১৪ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ। গত তিনদিনে তারা আরও দেড় হাজার মানুষকে হত্যা করেছে। যা আগের গণহত্যার সঙ্গে নতুন আরেকটি গণহত্যা শুধুমাত্র যুক্ত হয়েছে।

 

স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে এল-ফেশারে মানবাকৃতির বস্তু পড়ে আছে। ধারণা করা হচ্ছে এগুলো সাধারণ মানুষের মরদেহই।

 

২০২৩ সাল থেকে আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ।

 

এল-ফেশার ছিল রাজধানী দারফুরের সর্বশেষ শহর যেটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ১৭ মাস অবরোধ আরোপ করে গত রোববার শহরটি দখল করেছে আরএসএফ।

 

সুদানের সরকার জানিয়েছে, রোববার থেকে আজ বুধবার পর্যন্ত সেখানে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে।

 

সূত্র: আলজাজিরা

Không có bình luận nào được tìm thấy


News Card Generator