সুদানের দারফুর অঞ্চলের এল ফাশার শহরে ভয়াবহ গণহত্যা ও জাতিগত নিধনের নেতৃত্ব দেওয়া কুখ্যাত সন্ত্রাসী কমান্ডার আবু লুলকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। সোর্স: Our Al Aqsa
আরব আমিরাত-সমর্থিত আধাসামরিক সংগঠন র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর এই কমান্ডার কয়েক সপ্তাহ আগে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন— প্রতিদিন অন্তত ২,০০০ সুদানি মুসলিমকে হত্যা করবেন।
সুদান ডাক্তারস ইউনিয়নের প্রাথমিক কমিটির বরাতে জানা গেছে, এল ফাশার শহর দখলের প্রথম কয়েক ঘণ্টাতেই RSF বাহিনী প্রায় ২,০০০ সাধারণ মানুষকে হত্যা করে। অনেককে জীবন্ত পুড়িয়ে ও গাড়ির ভেতর আগুন দিয়ে হত্যা করা হয়।
বর্তমানে শহরে প্রায় ১ লাখ ৭৭ হাজার মানুষ অবরুদ্ধ। গত ৪৮ ঘণ্টায় আরও ২৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পালানোর পথেও হামলা অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এল ফাশারের সৌদি হাসপাতালে RSF সদস্যরা ৪৫০ জন রোগী ও আহত ব্যক্তিকে হত্যা করে, এবং বিভিন্ন ফিল্ড মেডিকেল সেন্টারে আরও প্রায় ১,২০০ আহত ও বৃদ্ধ নাগরিককে নির্মমভাবে হত্যা করে। এছাড়া উত্তর করদোফানের বারা শহরে রেড ক্রিসেন্ট সোসাইটির পাঁচজন স্বেচ্ছাসেবককেও হত্যা করা হয়।
মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, RSF বাহিনী শহরের ঘরে ঘরে অভিযান চালিয়ে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড কার্যকর করছে, যৌন সহিংসতা চালাচ্ছে এবং বন্দিদের জীবন্ত কবর দেওয়ার মতো অমানবিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুদানি জনগণের আহ্বান—
“আমরা বিশ্ববাসীকে অনুরোধ করছি, এই গণহত্যা রুখে দাঁড়ান। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ।”



















