বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সতর্ক করে বলেছেন, নির্ধারিত ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে, নইলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে।
জাতীয় নির্বাচন যেন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস অতিক্রম না করে—এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের কড়া সতর্কবার্তা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তার মতে, সময়মতো নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যা গণতন্ত্রের জন্য ভয়ংকর অশুভ সংকেত।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে’ আয়োজিত এ সমাবেশের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ।
দুদু বলেন, "গণতন্ত্রের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারিতে আয়োজন করতে চান। যদিও চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার সুযোগ ছিল, কিন্তু আমরা পরিস্থিতি বিবেচনায় ফেব্রুয়ারি পর্যন্ত সময় মেনে নিয়েছি। তবে এর বেশি দেরি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই ফেব্রুয়ারি যেন কোনোভাবেই অতিক্রম না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।"
তিনি আরও বলেন, "যদি কেউ নির্বাচন নিয়ে টালবাহানা করে বা গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে তারা দেশে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। ইতোমধ্যেই ফ্যাসিবাদ নতুন করে মাথা তুলতে চাইছে। দেশের ভেতরে ও বাইরে এদের দোসররা মিডিয়াতে বক্তব্য দিচ্ছে, সক্রিয় হয়ে উঠছে—যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।"
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, "স্বৈরতন্ত্রের পতন মানেই সব অর্জিত হয়ে গেছে তা নয়। এটি ছিল গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য সংগ্রামের অংশ। সেই অধিকার শুধুমাত্র গণতন্ত্রের মাধ্যমেই ফিরে পাওয়া সম্ভব।"
অপরাজেয় বাংলাদেশের সহ-সভাপতি এম এ আজাদ চয়নের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, অপরাজেয় বাংলাদেশের ঈসমাঈল হোসেন সিরাজীসহ আরও অনেকে।