জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা এলাকায় রাস্তার নির্মাণকাজের সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া তিনটি হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
জানা গেছে, সোমবার (৯ জুন) বিকেলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদের পতিত জমিতে রাস্তা নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি কাটার সময় গ্রেনেডগুলো দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।
পুলিশ ঘটনাটি সরিষাবাড়ীর তারাকান্দি আর্মি ক্যাম্পকে অবহিত করলে ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল মঙ্গলবার (১০ জুন) ঘটনাস্থলে আসে। মেজর মারুফের নেতৃত্বে দশ সদস্যের এই বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রেনেড তিনটি বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেডগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময়কার হতে পারে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, উদ্ধার হওয়া তিনটি হ্যান্ড গ্রেনেড মঙ্গলবার দুপুরে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। স্থানীয়দের আতঙ্ক কাটাতে সেনাবাহিনীর তৎপরতা ছিল প্রশংসনীয়।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			