নিহত ওমর ফারুক সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের হাঙ্গরকুল কইল্ল্যা বলী পাড়ার মোহাম্মদ ইউছুফের ছেলে। পরিবারের স্বপ্ন পূরণ করতে মাত্র এক বছর আগে জীবিকার সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি জমান তিনি।
স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে দাম্মামে একটি দালানে নির্মাণকাজ করার সময় হঠাৎ ওপরে থেকে একটি বড় কাঁচ ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ওমর ফারুকের বাবা মোহাম্মদ ইউছুফ ও অন্যান্য স্বজনরা জানান, জীবিকার প্রয়োজনে বিদেশে গেলেও এমন মর্মান্তিক পরিণতি হবে, তা কেউ কল্পনাও করেননি।
ঢেমশা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আহমদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। একটি তরুণ জীবন এভাবে ঝরে গেল। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
নিহতের মরদেহ দাম্মামের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে। এ বিষয়ে দূতাবাস ও কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে।