close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ-উল-আযহা উদযাপন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার ২০ গ্রামের মানুষ সৌদি আরবের সাথে ঈদ-উল-আযহা উদযাপন করলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে নামাজ ও কোরবানি সম্পন্ন হয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ ঈদ-উল- আযহা উদযাপন করছেন। 

শুক্রবার ( ০৬ জুন'২৫) সকাল ৮ টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালীতে আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাও: মাহবুবুর রহমান।

এছাড়া, সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। আরো ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গা, কাশিমাড়িসহ প্রায় ২০ গ্রামে। এসময় মহিলারাও ঈদের নামাজে শরীক হন। নামাজ শেষে মুসুল্লিরা আল্লাহর নৈকট্য লাভের আশায় বাড়িতে গিয়ে পশু কোরবানি করেন।

ইমাম মাও. মাহবুবুর রহমান আইনিউজবিডিকে জানান, ইংরেজি মাসের হিসেবে নয়,আরবী মাসের হিসেবে রসুলের নির্দেশিত হিজরী তারিখ হিসেব করে এখন বিশ্বায়নের এ যুগে সৌদির সাথে মিল রেখে ঈদ করতে হবে।

তিনি আরো আইনিউজবিডিকে জানান,  গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহা ও ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করছেন। ঈদের নামাজ শেষে আল্লাহ নৈকট্য লাভের আশায় পশু কোরবানি করেন।

לא נמצאו הערות