close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সোনাতলায় সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত..

মিনহাজুল বারী avatar   
মিনহাজুল বারী
****

মিনহাজুল বারী, স্টাফ রিপোর্টার:

বগুড়ার সোনাতলায় সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত এ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে রোববার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাকের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া-১ আসন তথা সোনাতলা সারিয়াকান্দি নির্বাচনী এলাকার সর্বশেষ ধানের শীষের মনোনিত এমপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল হায়দার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একেএম আহসানুল হাবিব রতন, শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সোনাতলা মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি একেএম আহসানুল মোমেনিন সোহেল।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এমজেড ইসলাম কামাল, পৌর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান পলিন, ৭ নং ওয়ার্ডের সাবেক কাউস্নিলর জহুরুল ইসলাম শেফা মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক পাভেল আহম্মেদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহমুদুর রহমান রনি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সোনাতলা উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য তিতুমীর, পৌর বিএনপির সদস্য ইয়াকুব আলী সরকার, পৌর ছাত্রদলের সভাপতি বকুল ইসলাম সহ দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থী গন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ৯ ম শ্রেনীর শিক্ষার্থী ফজলে রাব্বি। এরপর অতিথিদের উদ্দেশ্যে অভিনন্দন পত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী সিনথিয়া আক্তার। অভিনন্দন পত্র পাঠ শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বড়ন ও সন্মাননা ক্রেস প্রদান করা হয়েছে।

No comments found