close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সোনাতলায় শ্রমিকলীগ নেতার ট্রাক্টরে চাপা দিয়ে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু..

মিনহাজুল বারী avatar   
মিনহাজুল বারী
থানা পুলিশ লাঞ্ছিত

মিনহাজুল বারী, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় শ্রমিকলীগ নেতার ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের হাঁসরাজ গ্রামে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মৃত দবির হোসেন মন্ডলের ছেলে মধুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মিঠুর ট্রাক্টর। ওই ট্রাক্টরের ড্রাইভার ছিলো বেড়া ডাঙা গ্রামের আসাদুল ইসলামের ছেলে সাব্বির (১৫)।

জানাযায়, উপজেলার পাকুল্লা ইউনিয়নের নিশ্চিন্তপুর থেকে বালু বোঝাই ট্রাক্টর হরিখালি আসার পথে হাঁসরাজ এলাকায় নিজ বাড়ীর পাশের রাস্তায় বসে থাকা অবস্থায় একই এলাকার মৃত আফছার আলীর ছেলে মিনহাজ (৪০) কে পিছনের চাকা দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন মিনহাজ। সড়ক দূর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির পরিবারকে সড়ক দূর্ঘটনায় মৃত্যুর সার্টিফিকেট (আর টি এ) সনদ মেডিকেল থেকে নিয়ে তারপর দাফন কার্য সম্পাদন করতে বললে এতে মৃত ব্যক্তির পরিবার অসম্মতি জানিয়ে বলেন তারা কোন অবস্থাতেই মৃত দেহ কোথাও নিয়ে যেতে দিবেনা।

এসময় মৃত ব্যক্তির চাচা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মৃত ব্যক্তির পরিবার ও মিঠুর লোকজন থানা পুলিশের উপর চড়াও হয়ে লাঠি সোডা নিয়ে ধাওয়া করে এবং পুলিশের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনার বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী'র কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন - যারা আইনের কাজে বাধা দিয়েছে ও পুলিশের প্রতি আক্রমনাত্বক হয়েছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।

 

Inga kommentarer hittades


News Card Generator