close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সোনাতলায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক, জেল-জরিমানা..

মিনহাজুল বারী avatar   
মিনহাজুল বারী
****

মিনহাজুল বারী, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলায় সেনাবাহিনীর এক চৌকস অভিযানে গাঁজাসহ নুর ইসলাম (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (২০ জুলাই) রাতে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মহিচরণ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
আটক নুর ইসলাম মহিচরণ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সোনাতলার মহিচরণ এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে নুর ইসলামকে আটক করা হয় এবং তার কাছ থেকে বিক্রির জন্য রাখা গাঁজা উদ্ধার করা হয়।
পরে আটক নুর ইসলামকে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে তিনি নিজের দোষ স্বীকার করলে বিচারক তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দণ্ডপ্রাপ্ত আসামিকে সোমবার সকালে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

نظری یافت نشد