close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সোনাতলায় বিস্ফোরক মামলার আসামি আওয়ামী লীগ নেতা মানিক গ্রেপ্তার..

মিনহাজুল বারী avatar   
মিনহাজুল বারী
****

মিনহাজুল বারী, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সোনাতলায় বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগ নেতা মোঃ মানিক মিয়াকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯-০৭-২০২৫) দুপুরে সোনাতলা স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

সোনাতলা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মানিক মিয়া উপজেলার উত্তর আটকড়িয়া গ্রামের মোঃ আব্দুল আজিজ মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে সোনাতলা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে, যেগুলো বর্তমানে তদন্তাধীন। মামলা দুটি হলো- সোনাতলা থানার মামলা নং-৭ (তারিখ: ২২-০৮-২০২৪) এবং মামলা নং-১০ (তারিখ: ২৬-০৮-২০২৪)।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী (ওসি) জানান, মঙ্গলবার মানিক মিয়া সোনাতলা স্টেডিয়াম এলাকায় আসলে স্থানীয়রা তাকে চিনতে পেরে আটক করে। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tidak ada komentar yang ditemukan