নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন একটি খালপাড় থেকে রতন নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায়, সন্দেহভাজন দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (১৭ জুন) দিবদগত রাতে, রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকা থেকে এই আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকার ইউনুস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪), এবং একই থানার মোঘড়াকুর গ্রামের মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেরিবাঁধের পূর্ব পাশে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রতন (৩৮) কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। স্ত্রী ও সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
ঘটনার পর গণমাধ্যমে খবর প্রকাশ হলে র্যাব-১১ নারায়ণগঞ্জ-এর একটি চৌকস আভিযানিক দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।